‘ণ-ত্ব ও ষ-ত্ব বিধান’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
Solution
Correct Answer: Option A
ধ্বনি, ধ্বনির উচ্চারণ প্রণালী, ধ্বনির উচ্চারণ স্থান, ধ্বনি পরিবর্তন ও লোপ, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, সন্ধি বা ধ্বনি সংযোগ ইত্যাদি ধ্বনিতত্ত্বের (Phonology) আলোচিত বিষয়।