বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের মান কেন্দ্রন্থ কোণের কত গুণ?
A অর্ধেক
B দ্বিগুণ
C তিনগুণ
D চারগুণ
Solution
Correct Answer: Option A
এখানে,
AC বৃত্তচাপের উপর
∠AOC কেন্দ্ৰস্থ কোণ
এবং ∠ABC বৃত্তস্থ কোণ
.: ∠AOC = 2 ∠ABC
⇒ ∠ABC = 2/1 * ∠AOC
.: বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান পরিধীস্থ কোণের মান কেন্দ্রস্থ কোণের অর্ধেক।