✬ বাংলাদেশের বৃহত্তম বনভূমি -- পার্বত্য চট্টগ্রামের বনভূমি।
✬ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনভুমি -- সুন্দরবন। (একক হিসেবে বৃহত্তম)
✬ বাংলাদেশের তৃতীয় বনাঞ্চল -- মধুপুর জঙ্গল।
✬ সুন্দরবনের প্রধান বৃক্ষ কোনটি -- সুন্দরী। তাছাড়া, গেওয়া, গরান,ধুন্দল। ।
✬ যে কাঠ থেকে বাক্স ও দিয়াশলাইয়ের কাঠি প্রস্তুত হয় -- গেওয়া।
✬ ধুন্দল গাছের কাঠ থেকে প্রস্তুত করা হয় -- পেন্সিল।
✬ যে গাছের ছাল থেকে রং প্রস্তুত করা হয় -- গরান।
✬ যে জাতীয় গাছ সবচেয়ে বেশী বৃদ্ধি পায় -- বাঁশ জাতীয় গাছ।
✬ ভাওয়াল বনাঞ্চল অবস্থিত -- গাজীপুর জেলায়।
✬ মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ -- শাল বা গজারী।
✬ যে গাছকে সুর্যের কন্যা বলা হয় -- তুলা গাছকে।
✬ দেশের যে বনাঞ্চলকে চিরহরিৎ বন বলা হয় -- পার্বত্য বনাঞ্চল।
✬ বরেন্দ্র ভুমিতে যে গাছ সবচেয়ে বেশি -- শাল গাছ।
✬ একক হিসেবে বাংলাদেশের বৃহত্তম বনভুমি -- সুন্দরবন।
✬ বাংলাদেশের জাতীয় বননীতি প্রনীত হয় -- ১৯৭৯ সালে।