'গম্ভীরা' বাংলাদেশের কোন অঞ্চলের লোক সংগীত?
Solution
Correct Answer: Option B
গম্ভীরা বৃহত্তর রাহশাহী অঞ্চলের গান। গম্ভীরা গানের উৎপত্তি পশ্চিমবঙ্গের মালদহে। গম্ভীরা চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলের লোকসঙ্গীত। মূখ্য চরিত্র- নানা-নাতী। এই গানে সমসাময়িক সমস্যা ও তার সমাধান বলে দেয়া হয়
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গান/নাচ:
-ভাটিয়ালি: ময়মনসিংহ।
-জারি: ঢাকা, ময়মনসিংহ।
-চটকা: রংপুর।
-মনিপুরী: সিলেট।
-ভাওয়াইয়া: রংপুর।
-গাজীর গীত: রংপুর।
-ভান্ডারী: চট্টগ্রাম।