ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি?

A ২৮টি

B ৩০টি

C ৩১টি

D ৩৫টি

Solution

Correct Answer: Option B

বাংলাদেশের সীমান্তবর্তী দেশ দুটি: ভারত ও মিয়ানমার। বাংলাদেশের মোট ৩২টি জেলার সাথে এ দুটি দেশের সীমানা রয়েছে। এর মধ্যে ভারতের সাথে ৩০টি আর মিয়ানমারের সাথে ৩টি জেলায় সংযোগ আছে। মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা তিনটি হলো- রাঙামাটি বান্দরবান ও খাগড়াছড়ি। রাঙামাটি একমাত্র জেলা যার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্ত সংযোগ রয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions