মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?
A ভূ-কেন্দ্রে
B ভূপৃষ্ঠ থেকে ১০০০ ফুট নিচে
C ভূ-পৃষ্ঠে
D ভূপৃষ্ঠ থেকে ১০০০ ফুট উঁচুতে
Solution
Correct Answer: Option C
কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলকে অভিকর্ষ
বা মাধ্যাকর্ষণ বলে। উচ্চতার ক্রিয়া অনুযায়ী অভিকর্ষীয়
ত্বরণ (g) বা মাধ্যাকর্ষণজনিত ত্বরণের মান-
i.ভূপৃষ্ঠ হতে উপরে গেলে ‘g’ এর মান কমে।
ii. পৃথিবীর অভ্যন্তরে গেলে ‘g' এর মান কমে।
iii. পৃথিবীর কেন্দ্রে ‘g’ এর মান শূন্য।
iv. ভূপৃষ্ঠে ‘g' এর মান সবচেয়ে বেশি।