‘প্রথম >পরথম’ কী ধরনের ধ্বনি পরিবর্তন?
A অসমীকরণ
B অপিনিহিতি
C বিপ্রকর্ষ
D স্বরসাম্য
Solution
Correct Answer: Option C
মাঝে মাঝে উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি এলে তাকে মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি বলে । যেমন: প্রথম > পরথম; প্রাণ > পরান।।