বাংলাদেশের ভৌগলিক নির্দেশক পণ্য কয়টি?

A ২৭ টি

B ৩১ টি

C ৪২ টি

D ৫৫ টি

Solution

Correct Answer: Option D

জি আই হল ভৌগলিক নির্দেশক চিহ্ন যা কোন পণ্যের একটি নির্দিষ্ট উৎপত্তিস্থলের কারণে এর খ্যাতি বা গুণাবলী নির্দেশ করতে ব্যবহৃত হয়। একটি GI তে সাধারণত উৎপত্তিস্থলের নাম (শহর, অঞ্চল বা দেশ) অন্তর্ভুক্ত থাকে। GI এর পূর্ণরুপ হল Geographical indication ভৌগলিক নির্দেশক। জি আই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান হলো WIPO (world intellectual property organization)।

বর্তমানে বাংলাদেশের GI পণ্য ৫৫টি।
- ৩০ এপ্রিল ২০২৫ তারিখে বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে নতুন ২৪টি পণ্যকে জিআই (ভৌগোলিক নির্দেশক) সনদ দেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশে জিআই পণ্যের মোট সংখ্যা ৫৫টিতে দাঁড়িয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions