রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থর নাম কি?
Solution
Correct Answer: Option D
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘কবি-কাহিনী’ (১৮৭৮)। অমিত্রাক্ষর ছন্দে রচিত চার সর্গে বিভক্ত এ কাব্যের নায়ক কবি এবং নায়িকা নলিনী। নলিনীর মৃত্যুর পর নায়ক কবির বিশ্বপ্রেমের উপলব্ধিতে কাব্যের সমাপ্তি। ধরে নেয়া হয়, এ কাব্যের নায়ক রবীন্দ্রনাথ নিজেই। রবীন্দ্রনাথ রচিত প্রথম সম্পূর্ণ কাব্য ‘বনফুল' (১৮৮০)। কিন্তু এটি প্রকাশের দিক দিয়ে দ্বিতীয়। গ্রন্থাগারে প্রকাশিত হওয়ার ৪ বছর পূর্বে অর্থাৎ ১৫ বছর বয়সে তিনি এটি রচনা করেন।