আইন প্রণয়নের ক্ষমতা কার হাতে?
A আইন মন্ত্রণালয়
B রাষ্ট্রপতি
C স্পিকার
D জাতীয় সংসদ
Solution
Correct Answer: Option D
জাতীয় সংসদের কেবল আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে। বাংলাদেশের সংবিধানের ৬৫ (১) ধারায় বলা হয়েছে- ‘জাতীয় সংসদ' নামে বাংলাদেশের একটি সংসদ থাকিবে এবং এই সংবিধানের বিধানাবলী-সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হইবে।