ব্রিটিশ রাজপরিবারের সরকারি বাসভবনের নাম কী?
A এলিসি প্যালেস
B গ্রান্ড প্যালেস
C বাকিংহাম প্যালেস
D টাওয়ার অব লন্ডন
Solution
Correct Answer: Option C
বাকিংহাম ব্রিটিশ রাজ পরিবারের বাসস্থান। এটি যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত। ১৭০৩ সালে এটি নির্মিত হয়। এর স্থপতি জন ন্যাশ ও এডওয়ার্ড ব্লোর।