একটি ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল ৭২৬ বর্গমিটার হলে এর আয়তন কত ঘনমিটার?
Solution
Correct Answer: Option B
আমরা জানি,
ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল 6a2
যেখানে a = ঘনকের যে কোনো এক বাহু
প্রশ্নমতে, 6a2 = 726
→ a2 = 121
→ a = 11
∴ আয়তন = a3 = 113 = 1331 ঘন মিটার ।