বাংলা গদ্যে যতি বা বিরাম চিহ্ন প্রথম কে প্রয়োগ করেন?

A রাজা রামমোহন রায়

B উইলিয়াম কেরী

C ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

D রবীন্দ্রনাথ ঠাকুর

Solution

Correct Answer: Option C

● বাংলা গদ্যের অন্তর্নিহিত ধ্বনিঝংকার ও সুরবিন্যাস প্রথম উপলব্ধি করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । বাংলা গদ্যপ্রবাহ সমৃদ্ধির জন্য তিনি তাঁর গদ্যে ‘উচ্চবচ ধ্বনিতরঙ্গ' ও ‘অনতিলক্ষ্য ছন্দস্রোত’ সৃষ্টি করেন এবং বাংলা গদ্যের শ্বাসপর্ব ও অর্থপর্ব অনুসারে ভাগ করে, সেখানে যতি চিহ্ন প্রয়োগ করে বাংলা গদ্যেকে তিনি সাহিত্যগুণ সম্পন্ন ও সর্বভাব প্রকাশক্ষম করেছিলেন বলেই তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। তিনি ‘বেতালপঞ্চবিংশতি' (১৮৪৭) গ্রন্থে বিরাম চিহ্নের সফল প্রয়োগ ঘটান।

● বাংলা ছোটগল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর;
● বাংলা গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক উইলিয়াম কেরী;
● রাজা রামমোহন রায় প্রথম সাধু ভাষার প্রয়োগ করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions