কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে?
A সুইডেন
B নিউজিল্যান্ড
C নরওয়ে
D দক্ষিণ আফ্রিকা
Solution
Correct Answer: Option B
- বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৮৯৩ সালে নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার লাভ করে।
- তবে সে সময় নারীরা ভোটাধিকার পেলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন না।