বায়ুমণ্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে?
A ৯০
B ৯৫
C ৯৯.৯৭
D ৯৮.৫৩
Solution
Correct Answer: Option C
- বায়ুর তাপের প্রধান উৎস সূর্য।
- বিকিরণ প্রক্রিয়ায় সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে।
- বায়ুমণ্ডলের মোট শক্তির ৯৯.৯৭% আসে সূর্য থেকে।
- পৃথিবী তাপ হারিয়ে শীতল হয় বিকিরণ পদ্ধতি।
- ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় পরিবহন প্রক্রিয়া।