‘গণকবর’ শব্দের ‘গণ’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

A সাধারণ অর্থে

B মানুষ অর্থে

C বিশেষ অর্থে

D বহুবচন অর্থে

Solution

Correct Answer: Option D

• একের বেশি সংখ্যা বোঝাতে যেসব লগ্নক (রা, এরা, গুলো, গুলি, দের, রাজি, মালা, সমূহ, বৃন্দ, কুল, বর্গ, গ্রাম) বিশেষ্য বা সর্বনামের সঙ্গে যুক্ত হয়, সেগুলোকে বচন বলে।
• উন্নত প্রাণীবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ/লগ্নক:
⇒ গণ →গণকবর, দেবগণ;
⇒ বৃন্দ → সুধীবৃন্দ, শিক্ষকবৃন্দ

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions