‘আমি বিজয় দেখেছি’ গ্রন্থটির রচয়িতা কে?

A বেগম সুফিয়া কামাল

B জাহানারা ইমাম

C এম আর আখতার মুকুল

D শহীদুল্লা কায়সার

Solution

Correct Answer: Option C

- এম আর আখতার মুকুল রচিত আত্মকাহিনী ভিত্তিক মুক্তিযুদ্ধের ইতিহাস নির্ভর গ্রন্থ 'আমি বিজয় দেখেছি' (১৯৮৫)।
- গ্রন্থটিতে লেখক শুধু মুক্তিযুদ্ধের সময়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে আগরতলা মামলাসহ অন্যান্য বিষয়ও আলোচনা করেছেন।
তাঁর রচিত অন্যান্য গ্রন্থ:
- চল্লিশ থেকে ৭১,
- বায়ান্নর জবানবন্দি,
- একুশের দলিল,
- একাত্তরের বর্ণমালা,
- মহাপুরুষ,
- জয় বাংলা,
- ওরা চারজন,
- বিজয় ৭১,
- চরমপত্র,
- মুজিবের রক্ত লাল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions