রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।স্বাধীনতা তুমি
মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশী।
স্বাধীনতা তুমি
অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক।
স্বাধীনতা তুমি
বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর
শানিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষণ।
এইখানে প্রশ্ন কর্তা নিজের মত করে দিয়েছে, এই সব প্রশ্ন অপশন থেকে উত্তর খুঁজে নিতে হবে, একমাত্র শামসুর রহমানের 'স্বাধীনতা তুমি' কবিতার সাথে মিলে যায়।