'সমুদ্রে মাছ আছে' এখানে 'সমুদ্রে' কোন কারক?

A কর্মকারক

B করণকারক

C অপাদান কারক

D অধিকরণ কারক

Solution

Correct Answer: Option D

অধিকরণ কারক বলতে ক্রিয়া সম্পাদনের সময় এবং আধারকে নির্দেশ করে। ক্রিয়াকে "কখন" ও "কোথায়" দ্বারা প্রশ্ন করলে উত্তরে অধিকরণ কারক পাওয়া যায়। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ '-এ' '-য়' '-তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।

যেমন- আধার (স্থান) : আমরা প্রতিদিন কলেজে যাই। কাল (সময়) সকালে সূর্য উঠবে।

নির্দেশ করছে।

• প্রদত্ত বাক্য, 'সমুদ্রে মাছ আছে’ -তে 'সমুদ্রে’ পদ দ্বারা ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান বোঝাচ্ছে। তাই এটি অধিকরণ কারক

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions