স্বরবর্ণ: স্বরধ্বনির লিখিত চিহ্ন বা প্রতীককে বলা হয় স্বরবর্ণ।
-বাংলা ভাষার স্বরবর্ণ- ১১টি।
যথা: অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ।
-বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা ৩৯টি।
-বাংলা বর্ণমালায় মোট বর্ণ সংখ্যা ৫০টি।
উল্লেখ্য: বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি সাতটি।
যথা:ই, এ, এ্যা, আ, অ, ও , উ।