'কাঁদো নদী কাঁদো' উপন্যাসটি কে লিখেছেন?

A হুমায়ুন আহমেদ

B সৈয়দ ওয়ালীউল্লাহ

C রশীদ করিম

D আবুল ফজল

Solution

Correct Answer: Option B

'কাঁদো নদী কাঁদো' উপন্যাসটি কে লিখেছেন- সৈয়দ ওয়ালীউল্লাহ।
সৈয়দ ওয়ালীউল্লাহ আধুনিক বাংলা সাহিত্যের কথাসাহিত্যিক ও নাট্যকার। তিনি চট্টগ্রাম শহরের ষোলশহর এলাকায় জন্মগ্রহণ করেন

তার উপন্যাসগুলো হলো :
- লালসালু(- 'লালসালু' (১৯৪৮) উপন্যাসটি Tree without roots নামে অনূদিত হয়)
- চাঁদের অমাবস্যা
- কাঁদো নদী কাঁদো

তার নাটকগুলো হলো :
- বহিপীর
- তরঙ্গভঙ্গ
- উজানে মৃত্যু
- সুড়ঙ্গ

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions