- উইলিয়াম কেরী রচিত বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ এবং বাংলা ভাষার কথ্যরীতির প্রথম নিদর্শন ‘কথোপকথন’ (১৮০১)।
- একাধিক মানুষের মুখের সাধারণ কথা বা কথোপকথন বা ডায়লগ এ গ্রন্থের উপজীব্য।
- কেরী রচিত বাংলা ভাষার প্রথম গল্পগ্রন্থ ‘ইতিহাসমালা’ (১৮১২)।
- প্রাচীন যুগের একমাত্র নিদর্শন 'চর্যাপদ';
- মধ্যযুগের সাহিত্যিক নিদর্শন ‘মঙ্গলকাব্য';
- প্যারীচাঁদ মিত্র রচিত ‘আলালের ঘরের দুলাল' (১৮৫৭) বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস।