Solution
Correct Answer: Option B
বাংলা ভাষায় খাঁটি বাংলা বা দেশি উপসর্গ ২১টি। যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (উনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। বাংলা উপসর্গ সাধারণত বাংলা শব্দের পূর্বেই বসে। ‘অ’ উপসর্গটির ‘নবক/অভাব অর্থে ব্যবহৃত শব্দ: অ (বাংলা উপসর্গ) + চিন (বাংলা শব্দ) = অচিন ।