পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?

A আফ্রিকা

B ইউরেশিয়া

C এশিয়া

D উত্তর আমেরিকা

Solution

Correct Answer: Option C

● এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ, পৃথিবীর স্থলভাগের প্রায় ৩০% জুড়ে রয়েছে।
● এশিয়া ৪.৫ বিলিয়নেরও বেশি মানুষের আবাসস্থল, যা বিশ্বের জনসংখ্যার প্রায় ৬০%।
● এশিয়া মহাদেশে মোট ৫০ দেশ আছে। এশিয়া মহাদেশকে আমরা ছোট ছোট ভাগে ভাগ করলে পাই -
১ - পূর্ব এশিয়ার দেশ সমূহ। যেখানে মোট ছয়টি দেশ আছে।
২ - পশ্চিম এশিয়া দেশ এখানে সতেরোটি দেশ রয়েছে।
৩ - উত্তর এশিয়া একটি দেশ তথা রাশিয়া।
৪ - দক্ষিণ এশিয়ায় আঁটটি দেশ।
৫ - দক্ষিণ পূর্ব এশিয়ায় ১১ টি দেশ। যার মধ্যে একটি অ্যাসিয়ান এর অন্তর্ভুক্ত নয়।
৬ - মধ্য এশিয়া পাঁচটি দেশ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions