টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?

A ৫০%

B ২০%

C ৩০%

D ৩৩%

Solution

Correct Answer: Option A

৩টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা
∴১টি লেবুর ক্রয়মূল্য ১/৩ টাকা
আবার, ২টি লেবুর বিক্রয়মূল্য ১ টাকা
∴১টি লেবুর বিক্রয়মূল্য ১/২ টাকা
∴লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য 
        = (১/২)-(১/৩)= (৩-২)/৬= ১/৬ টাকা
১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
১ টাকায় লাভ হয় (১×৩)/৬ টাকা
∴১০০ টাকায় লাভ হয় (৩×১০০)/৬ টাকা = ৫০ টাকা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions