তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুণ। সংখ্যা তিনটির গড় কত?
Solution
Correct Answer: Option D
ক্রমিক সংখ্যা তিনটি x-১, x এবং x+১ হলে- ক্রমিক সংখ্যা তিনটির যোগফল = x-১+x+x+১ =৩x
ক্রমিক সংখ্যা তিনটির গড় = ৩x/৩ = x
শর্তমতে, (x-১) * x * (x+১) = ৫ * ৩x
⇒x(x২-১)=১৫x
⇒x২-১=১৫
⇒x২=১৬
∴x=৪