ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাঙ্গাত্মক রচনা কোনটি?
A ভ্রান্তিবিলাস
B ্কথামালা
C বোধোদয়
D ব্রজবিলাস
Solution
Correct Answer: Option D
-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাঙ্গাত্মক রচনা ‘ব্রজবিলাস’ (১৮৮৫)।
-এটি তিনি ‘কবিকুল তিলকস্য কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য' ছদ্মনামে লেখেন।
-বিদ্যাসাগর অনূদিত শেক্সপিয়রের 'Commedy of Errors' এর বাংলা রূপ ‘ভ্রান্তিবিলাস' (১৮৬৯); চেম্বার্সের Rudiments of Knowledge অবলম্বনে রচিত ‘বোধোদয়' (১৮৫১); ঈশপের Fables অবলম্বনে রচিত ‘কথামালা (১৮৫৬)।