'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর ' কার লেখা ?

A এস . ওয়াজেদ আলী

B আবুল হাসেম

C আবুল মনসুর আহমদ

D আবুল হুসেন

Solution

Correct Answer: Option C

আবুল মনসুর আহমদ একজন সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ, সাহিত্যিক। তিনি বিদ্রুপাত্মক রচনার লেখক হিসেবেই তিনি সমধিক পরিচিত।

তাঁর বিখ্যাত বিদ্রুপাত্মক রচনা হচ্ছে:
- আয়না 
- ফুড কনফারেন্স।

স্মৃতিকথা:
- আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর ,
- শের-ই-বাংলা থেকে বঙ্গবন্ধু।

আত্মচরিত:  আত্মকথা ।

তাঁর রচিত উপন্যাসের মধ্যে রয়েছে:
- সত্যমিথ্যা ,
- জীবন ক্ষুধা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions