Solution
Correct Answer: Option C
তৎসম স্বরসন্ধির নিয়মানুসারে, ই-কার কিংবা ঈ- কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়; দীর্ঘ ঈ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন: সতী+ইন্দ্ৰ (ঈ+ই = ঈ)= সতীন্দ্ৰ, শচী+ইন্দ্ৰ =শচীন্দ্ৰ, যোগী+ইন্দ্ৰ = যোগীন্দ্ৰ, সুধী+ইন্দ্ৰ = সুধীন্দ্ৰ।