একটি স্কুলের ৪০% ছাত্র। ছাত্রদের ৩০% এবং ছাত্রীদের ২০% বিতর্ক ক্লাবে যোগ দিলে মোট ছাত্র-ছাত্রীর কত শতাংশ বিতর্ক ক্লাবে যোগ দিল?
Solution
Correct Answer: Option A
মনেকরি, মোট ছাত্র-ছাত্রী = ১০০ জন
∴ ছাত্র = ৪০ এবং ছাত্রী = ৬০
∴ বিতর্ক ক্লাবে যোগ দেয় = ৪০ এর ৩০% + ৬০ এর ২০% = ৪০ × (৩০/১০০) + ৬০ x (২০/১০০) = ১২ + ১২ = ২৪ জন
উত্তর: ২৪%