Solution
Correct Answer: Option A
মুনীর চৌধুরী রচিত ঐতিহাসিক নাটক ‘রক্তাক্ত প্রান্তর (১৯৬২)। ১৭৬১ সালের পানিপথের ৩য় যুদ্ধে কাহিনী এর উপজীব্য। নাট্যকার ইতিহাস থেকে এর কাহিন গ্রহণ করেননি, কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান থেকে এ কাহিনী গ্রহণ করেছেন। তার রচিত অন্যান্য নাটক:
- 'কবর' (১৯৬৬),
- 'মানুষ (১৯৪৭),
- 'নষ্ট ছেলে (১৯৫০),
- ‘দণ্ডকারণ্য (১৯৬৬),
- 'রাজার জন্মদিন' (১৯৪৬),
- 'চিঠি'।