দ্বিরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন। বাংলা ভাষায় কোনো কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলোকে দুইবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। এ ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগেই দ্বিরুক্ত শব্দ গঠিত হয়। যেমন: লাল লাল ফুল। প্রদত্ত উদাহরণে 'লাল' বিশেষণটির দুবার প্রয়োগে বিশেষ্য ‘ফুল' এর বহুবচনরূপ প্রকাশিত হয়েছে।
দ্বিরুক্ত শব্দ নানা রকম হতে পারে।
তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো
ক)শব্দের দ্বিরুক্তি
খ)পদের দ্বিরুক্তি
গ)ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
যদি কোন বাক্যে কাজ না না বুঝায় তবে সেটাকে আমরা বলবো শব্দের দ্বিরুক্তি
যেমন
লাল লাল ফুল(কর্ম নেই)
যদি কাজ বুঝায় তাহলে হবে পদের দ্বিরুক্তি
আমি ভালোবাসি লাল লাল ফুল(কর্ম আছে)
কোন কিছুর কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রুপ কে ধ্বন্যাত্মক দ্বিরুক্ত শব্দ বলে।
যেমনঃ ঘেউ ঘেউ,ঝিকিমিকি,টাপুর টুপর।
বৃষ্টি পড়ে টাপুরটুপুর এই বাক্যে যদি টাপুর টুপর এর নিচে দাগ থাকতো বা যদি বলা হতো টাপুর টুপর নিচের কোন শব্দ তবে এটা ধ্বন্যাত্মক দ্বিরুক্তি হতো।কিন্তু যেহেতু কোথাও দাগ নেই এবং নিদিষ্ট করে বলা হয়নি তাই এটা হবে পদের দ্বিরুক্তি।