'মোসাদ' এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

A বে-এরশেভা

B জেরুজালেম

C হাইফা

D তেল আবিব

Solution

Correct Answer: Option D

-মোসাদ হল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা।
-১৩ ডিসেম্বর ১৯৪৯ সালে মোসাদ গঠিত হয়।
-ইসরাইলি প্রধানমন্ত্রী ডেভিড বেনগুরিয়ন এটি প্রতিষ্ঠা করেন।
-মোসাদ বহির্বিশ্বে জুয়িশ কমিউনিটির স্বার্থ রক্ষায় কাজ করে।
-এর সদরদপ্তর তেল আবিবে অবস্থিত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions