‘যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে এক কথায় কী বলে?
A আগাছা
B পরগাছা
C বর্ণচোরা
D বনস্পতি
Solution
Correct Answer: Option D
• যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না- বনস্পতি;
• যে গাছ কোনো কাজে লাগে না- আগাছা;
• যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে- পরগাছা;
• আপনার বর্ণ লুকায় যে- বর্ণচোরা।