‘নীল আকাশের নীচে আমি রাস্তা চলেছি একা'- ‘রাস্তা’ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
Solution
Correct Answer: Option B
- ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে।
- ক্রিয়াপদকে কিসের দ্বারা’ বা ‘কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তাই করণ কারক।
- যেমন: নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা।
- প্রদত্ত বাক্যের ক্রিয়াকে যদি প্রশ্ন করা হয় ‘কিসের মাধ্যমে চলেছি?’ তাহলে উত্তর পাই ‘রাস্তা’ ।
- সুতরাং ‘রাস্তা’ করণ কারক এবং এর সাথে শূন্য বিভক্তি (রাস্তা+০) যুক্ত হয়ে করণে শূন্য হয়েছে।