Solution
Correct Answer: Option D
বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এগুলোই অর্ধ-তৎসম শব্দ। যেমন:
- জ্যোৎস্না (তৎসম) > জোছনা (অর্ধ-তৎসম);
- গৃহিণী (তৎসম) > গিন্নি (অর্ধ-তৎসম)।
- চন্দ্র (তৎসম) > চন্দ (প্রাকৃত) > চাঁদ (তদ্ভব)।