দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ হয়-
Solution
Correct Answer: Option D
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানভেরালে অবস্থিত কেনেডি স্পেস সেন্টার থেকে ১২ মে ২০১৮ বাংলাদেশের প্রথম স্যাটেলাইট 'বঙ্গবন্ধু-১' স্পেসএক্স- এর ফ্যাল্কন-৯ রকেটে করে সফলভাবে কক্ষপথে যাত্রা করে।
♦ বাংলাদেশে নিজস্ব স্যাটেলাইটের – ৫৭ তম দেশ
♦ বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটে ট্রান্সপন্ডার আছে – ৪০ টি
♦ বিটিভি ব্যবহার করে – এশিয়াস্যাট ৭ নামের স্যাটেলাইট
♦ বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট মহাকাশে অবস্থান করবে – ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে
♦ বাংলাদেশের এই স্যাটেলাইটের আওতায় আসবে সার্কভুক্ত দেশগুলোসহ – ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, তাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কেমেনিস্তান ও কাজাখস্তান
♦ বাংলাদেশ প্রথম স্যাটেলাইট নিয়ে কাজ শুরু করে –২০০৭ সালে
♦ বাংলাদেশে মহাকাশে ১০২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে কক্ষপথ বরাদ্দ চেয়ে আবেদন করেছিল জাতিসংঘের – আন্তর্জাতিক টেলিযোগাযোগ
♦ ইউনিয়নে, ২০০৭ সালে বাংলাদেশের এই আবেদনের উপর আপত্তি করেছিল– ২০ টি দেশ
♦ বর্তমান কক্ষপথ “ ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশটি “বাংলাদেশ সরকার কিনে নেয় – ২১৯ কোটি টাকায়, ২০১৩ সালে, রাশিয়ার ইন্টারস্পুটনিক থেকে
♦ এটি তৈরি করে ফ্রান্সের – থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি