Solution
Correct Answer: Option A
- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’ (সেপ্টেম্বর, ১৯২২)। এ কাব্যে মোট ১২টি কবিতা আছে। এর বিখ্যাত কবিতা ‘বিদ্রোহী’ ‘সাপ্তাহিক বিজলী' পত্রিকার ২২ ডিসেম্বর (১৯২১) - জানুয়ারি (১৯২২) সংখ্যায় প্রকাশিত হয়। এ কবিতার জন্যই তাকে ‘বিদ্রোহী কবি’ বলা হয়।
- ‘প্রলয়োল্লাস' এ কাব্যের প্রথম কবিতা এবং শেষ কবিতা ‘মোহররম'।
তাঁর রচিত অন্যান্য কাব্য:
- ‘দোলনচাঁপা' (১৯২৩),
- 'বিষের বাঁশি' (১৯২৪),
- ‘ভাঙার গান' (১৯২৪),
- 'ছায়ানট' (১৯২৪),
- 'চিত্তনামা' (১৯২৫),
- ‘ঝিঙেফুল' (১৯২৬),
- ‘সাতভাই চম্পা' (১৯২৬),
- ‘সর্বহারা’ (১৯২৬),
- ‘সিন্ধু হিন্দোল’ (১৯২৭),
- ‘ফণি-মনসা' (১৯২৭),
- ‘চক্রবাক' (১৯২৯),
- 'সন্ধ্যা' (১৯২৯),
- 'প্রলয়শিখা' (১৯৩০),
- ‘মরুভাস্কর’ (১৯৫০),
- ‘শেষ সওগাত' (১৯৫৮),
- ‘সাম্যবাদী’ (১৯২৫),
- ‘জিঞ্জির' (১৯২৮),
- ‘পূবের হাওয়া’ (১৯২৫),
- ‘নির্ঝর’ (১৯৩৯),
- ‘নতুন চাঁদ’ (১৯৩৯)।