চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি
কোন শ্রেণির?
Solution
Correct Answer: Option B
২০১৪ সালে বাংলাদেশ নৌবাহিনী চীনের তৈরি ২টি
টাইপ 035G মিং ক্লাস সাবমেরিন ক্রয়ে চুক্তি করে। ডিজেল
ইলেকট্রিক চালিত সাবমেরিন দুটি ১২ মার্চ, ২০১৭ সালে
বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়। এ সাবমেরিন দুটির
নামকরণ করা হয়েছে বানৌজা নবযাত্রা ও বানৌজা জয়যাত্রা।