গেটিসবার্গ শহরের সাথে কোন বিখ্যাত মার্কিন প্রেসিডেন্টের নাম জড়িত?

A জর্জ ওয়াশিংটন

B উড্রো উইলসন

C ট্রম্যান

D আব্রাহাম লিংকন

Solution

Correct Answer: Option D

আব্রাহাম লিংকন ১৮৬১-৬৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। দাস প্রথাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে ১৮৬১-৬৫ সাল পর্যন্ত গৃহযুদ্ধ জুলাই, ১৮৬৩ সালে যুক্তরাষ্ট্রের পেনিসেলভেনিয়ার গেটিসবার্গে রক্তক্ষয়ী গৃহযুদ্ধে প্রায় ৮ হাজার সৈন্য নিহত হয়। গেটিসবার্গে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে এক স্মরণসভায় ১৯ নভেম্বর, ১৮৬৩ সালে আব্রাহাম লিংকন তার ২ মিনিট স্থায়ী ২৭২ শব্দের বিখ্যাত গেটিসবার্গ ভাষণ (Gettysburg Address) দেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions