২৬ সেপ্টেম্বর, ২০২২ সালে নাসার কোন Space Craft
একটি গ্রহাণুকে ধাক্কা দেয়ার পরীক্ষা সফলভাবে সম্পন্ন
করেছে?
A Noor-2
B NROL-87
C James Webb Space Telescope
D DART
Solution
Correct Answer: Option D
পৃথিবীর দিকে ধেয়ে আসা যে কোন মহাজাগতিক
বস্তুর হাত থেকে পৃথিবীকে বাঁচাতে আমেরিকার মহাকাশ
গবেষণা সংস্থা নাসা Double Asteroid Redirection
Test (DART) স্পেসক্রাফ্ট তৈরি করে। এটি ২৬
সেপ্টেম্বর, ২০২২ ডাইমরফোস নামক একটি গ্রহাণুকে ধাক্কা
দেওয়ার মাধ্যমে সফলভাবে পরীক্ষা সম্পন্ন করে।