এন্টনি ফিরিঙ্গি কোন জাতীয় সাহিত্যের রচয়িতা?
Solution
Correct Answer: Option B
দুই পক্ষের মধ্যে বিতর্কের মাধ্যমে যে গান অনুষ্ঠিত হতো তাই কবিগান। যে কবিগান গাইতো তাকে কবিয়াল বলা হয়। এন্টনি ফিরিঙ্গি ছিলেন অন্যতম কবিয়াল এবং কবিগানের রচয়িতা হিসেবে খ্যাতি লাভ করেন। তিনি জ্যাতিতে ইউরোপীয় (পর্তুগিজ) ছিলেন বলে ‘ফিরিঙ্গি আখ্যা পান। তাঁর রচিত বিখ্যাত কবিগান:
- “আমি ভজন সাধন জানি নে মা / নিজে তো ফিরিঙ্গি, / যদি দয়া করে কৃপা কর / হে শিবে মাতঙ্গী।”
উল্লেখ্য, তাকে নিয়ে নির্মিত উত্তম কুমার অভিনীত চলচ্চিত্র ‘এন্টনি ফিরিঙ্গি (১৯৬৭) এবং প্রসেনজিৎ অভিনীত চলচ্চিত্র 'জাতিস্মর' (২০১৪)।