Solution
Correct Answer: Option C
অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সরু এবং নমনীয়
কাঁচ তন্তু। দুটি ভিন্ন ঘনত্বের কাচের সমন্বয়ে অপটিক্যাল
ফাইবার তৈরি করা হয়। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের প্রযুক্তি
কাজে লাগিয়ে এটি কাজ করে। টেলিফোন, টেলি প্রিন্টার,
টেলিভিশন ইত্যাদির আলোক সিগনালকে অপটিক্যাল
ফাইবারের মাধ্যমে পাঠানো হয়।