Solution
Correct Answer: Option C
কিছু ব্যঞ্জন সন্ধি যেগুলো কোন নিয়ম মানে না সেগুলোকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন বলে। তাই এগুলোকে মুখস্ত রাখতে হয়।
#মনে রাখার কৌশল:
বৃহস্পতি এবং বনস্পতি দুই ভাই। তারা পরস্পর তস্কর (চোর)। বৃহস্পতি একাদশ এবং বনস্পতি ষোড়শ গোস্পদ (গরু) চুরি করে। তাদের এই চুরির ঘটনা দেখে ফেলে বোম্বের নায়িকা মনীষা। মনীষা বলে কি আশ্চর্য। সে এই চুরির বিচার প্রার্থনা করে ব্যাকরণবিদ পতঞ্জলির কাছে। পতঞ্জলি বলে, তারা দ্যুলোকে প্রবেশ করবে না। এ কথা সত্য সবাই নাব্য এবং গব্য অর্থ জানে না।
#বিচ্ছেদ:
বৃহস্পতি = বৃহৎ + পতি
বনস্পতি = বন + পতি
পরস্পর = পর + পর
তস্কর = তৎ + কর
একাদশ = এক + দশ
ষোড়শ = ষট + দশ
গোস্পদ = গো + পদ
মনীষা = মনস + ঈষা
আশ্চর্য = আ + চর্য
পতঞ্জলি = পতৎ + অঞ্জলি
দ্যুলোক = দিব + লোক
নাব্য = নৌ + য
গব্য = গো + য