আদেশ, উপদেশ, নিষেধ এগুলো ক্রিয়ার কোন ভাব?
A সাপেক্ষ ভাব
B নির্দেশক ভাব
C অনুজ্ঞা ভাব
D আকাঙ্ক্ষা ভাব
Solution
Correct Answer: Option C
আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, আশীর্বাদ ইত্যাদি সূচিত হলে ক্রিয়াপদের অনুজ্ঞা ভাব হয়। যেমন:
- চুপ কর (আদেশাত্মক);
- অন্যায় কাজ করো না (নিষেধাত্মক);
- মন দিয়ে পড় (উপদেশাত্মক)।