BMI কী নির্দেশ করে?

A মানব দেহের গড়ন ও চর্বির সূচক

B পেশি ও চর্বির সূচক

C উচ্চতা ও স্থূলতার সূচক

D শক্তি খরচের সূচক

Solution

Correct Answer: Option A

- বডি মাস ইনডেক্স (BMI) মানবদেহের গড়ন ও চর্বির একটি সূচক নির্দেশ করে।
- অর্থাৎ সুস্থ জীবনযাপনে মানব শরীরের সুস্বাস্থ্য রক্ষায় কোন নির্দিষ্ট বয়সে শরীরের দৈর্ঘ্যের সাথে চর্বির পরিমাণগত সম্পর্ক মান নির্দেশ করে।
- শরীরের সুস্থতা ও স্থুলতা মান নির্ণয়ে এই মানদণ্ড দুটি খুবই উপযোগী।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions