Solution
Correct Answer: Option A
লিঙ্গান্তর হয় না, এমন শব্দ অর্থাৎ নিত্য পুরুষবাচক শব্দ : কবিরাজ, যোদ্ধা, ঢাকী, কৃতদার, অকৃতদার, পুরোহিত, কেরানী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সরকার, পীর, দরবেশ, মওলানা, যোদ্ধা, সেনাপতি, দলপতি, বিচারপতি, জ্বীন, জামাতা ইত্যাদি।
অপরদিকে সাহেব, বেয়াই ও সঙ্গী'র স্ত্রীবাচক শব্দ যথাক্রমে বিবি, বেয়াইন ও সঙ্গিনী।