বসফরাস প্রণালী কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে?
Solution
Correct Answer: Option D
প্রণালী হলো এক ধরনের সংকীর্ণ জলভাগ, যা দুটি
বৃহৎ জলভাগকে যুক্ত করে এবং দুটি স্থলভাগকে বিচ্ছিন্ন করে
তাকে প্রণালী বলে। অর্থাৎ প্রণালী একই সাথে দুটি ভূমিকে
যেমন পৃথক করে তেমনি আবার দুটি বৃহৎ জলাধারকে
সংযুক্তও করে। বসফরাস প্রণালি কৃষ্ণসাগর ও মর্মর
সাগর/ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে এবং এশিয়া ও
ইউরোপকে পৃথক করেছে।