'ইচ্ছুক’ শব্দটিতে কোন প্রত্যয়টি যুক্ত হয়েছে?
Solution
Correct Answer: Option C
নাম বা শব্দের সাথে বা শেষে যেসব প্রত্যয় যোগ হয়ে নতুন শব্দ গঠিত হয় তাদের তদ্ধিত প্রত্যয় বলে। তদ্ধিত প্রত্যয়ে বিশেষণ গঠনের ক্ষেত্রে 'উক' প্রত্যয় ব্যবহৃত হয়। যেমন:
ইচ্ছা+উক = ইচ্ছুক। প্রদত্ত উদাহরণে 'ইচ্ছা' শব্দের পরে 'উক' প্রত্যয় যোগ হয়ে 'ইচ্ছুক' বিশেষণ গঠিত হয়েছে।
একইভাবে,
লাজ+উক = লাজুক, মিথ্যা+উক = মিথ্যুক।