পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬৫ বছর। পিতা পুত্রের চেয়ে ২৫ বছরের বড়। পুত্রের বয়স কত?
Solution
Correct Answer: Option A
দেওয়া আছে, পিতার বয়স ও পুত্রের বয়সের সমষ্টি ৬৫ বছর
ধরি, পুত্রের বয়স = x বছর।
∴ পিতার বসয় = (x+২৫) বছর
প্রশ্নমতে, x+x+২৫=৬৫
⇒ ২x = ৪০
⇒x = ২০